সিপিএ মার্কেটিং শিখুন এবং টিমের সাথে কাজ করুন

আসসালামু আলাইকুম
বাংলাদেশের সবচেয়ে বড় Cpa & Affiliate Team এ আপনাকে স্বাগতম।
আমরা বিগত দুই বছর যাবত হাজার খানেক মেম্বার নিয়ে সুন্দর করে টিম মেনেজমেন্ট করে যাচ্ছি।
আমাদের টিমে আপনারা কাজ গুলো শেখার সাথে সাথে আমাদের টিমে কাজগুলো করতে পারবেন।
আমাদের টিমে টোটাল সাতটা কাজ আছে।
কাজগুলো হলো:

আমরা শুধু কাজ শেখাবো না, আপনি এখানে কাজ শিখবেন, কাজে এক্সপার্ট হবেন, কাজ করবেন এবং কাজের পেমেন্টও আমাদের টিম থেকেই পাবেন।
আমাদের সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা ছোট কাজ থেকে শুরু করবো, সেই কাজ শিখবো, ইনকাম করবো, তারপর অন্য কাজ শেখা শুরু করবো৷
আর এখানে এড হতে কোন প্রকার টাকা পয়সা লাগবে না, তবে আপনাদের ইনকাম থেকে একটা কমিশন আমাদের দিতে হবে।
তবে সবগুলো কাজ করতে টুলস লাগবে, সেই টুলস গুলো নাম বলে দেয়া হবে, আপনারা নিজের মত করে ব্যবস্থা করে নিয়ে এসে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ।
তবে টুলস আপনারা ব্যবস্থা করতে অপারগ হলে টিম থেকে পেমেন্ট করে নিতে পারবেন।
আপনার বয়স যদি ২০ বছরের বেশি হয় তাহলে আজই যোগাযোগ করুন।
তবে নিরাপত্তার জন্য অবশ্যই টিমে এড হবার জন্য আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে।
৪-৫ ঘন্টায় কাজ শিখে প্রথম দিন থেকেই Cpa Fake Signup করে ইনকাম শুরু করতে পারবেন।
আর ৩-৪ ঘন্টা কাজ করে Cpa Fake Signup থেকে প্রতিদিন সর্বনিম্ন ১৫$ ইনকাম করতে পারবেন।
আমাদের পেমেন্ট প্রতি শুক্রবার বিকেল ৩ টায় , বিকাশ, নগদ, রকেট এ পেমেন্ট নিতে পারবেন।

ভালো করে মনোযোগ দিয়ে ভিডিও টা দেখবেন

আপনার যদি আসলেই অনলাইনে ইনকাম কাজ দরকার হয়, তাহলে একটু বড় ভিডিও তাই সময় নিয়ে , মনোযোগ দিয়ে ভিডিও টা দেখে ফেলুন। 

আমাদের সাথে কেন যোগ দিবেন?

মাল্টি ওয়ার্ক

যেহেতু অনলাইনে কাজ গুলো সব সময় থাকে না, তাই আমরা টোটাল সাতটা কাজ শিখবো, তাতে আমাদের একটা কাজ বন্ধ হলেও আরেকটা কাজ চালু থাকবে। আমাদের টিমে একবার এড হলেই সবগুলো কাজ ফ্রী শিখতে পারবেন।

লাইভ ক্লাস, লাইভ সাপোর্ট

আমাদের টিমে রেকর্ড ক্লাস এর পাশাপাশি সবগুলো কাজের প্রতিদিন লাইভ ক্লাস হয়। আপনি যে কোন সময় আমাদের এখানে এড হতে পারবেন। আর আমাদের সাপোর্ট মেম্বার যে কোন সময় সাপোর্ট দিবে।

সাপ্তাহিক পেমেন্ট

আমাদের সবগুলো কাজের পেমেন্ট প্রতি সপ্তাহে শুক্রবার। আপনারা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে কাজ করবেন তার পেমেন্ট শুক্রবার বিকেল তিনটার পরে পেয়ে যাবেন। আমাদের লাইভ ক্লাসে পেমেন্ট করা হয়।

আমাদের টিম মেম্বারদের বক্তব্যের কিছু অংশ

আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দেওয়া সদস্যদের সংখ্যা!
0 +